Posts

Showing posts from October, 2018

আল্লাহুর গুনবাচক নাম

Image
বন্ধুরা আজ আমরা "আল্লাহ"  সম্পর্কে জানবো।অমুসলিমরা ইশ্বর/God বলে ডাকে থাকে। আমরা জানি যে " আল্লাহ" এক ও "আল্লাহ"শব্দটি বহুবাচন হয় না এমন কী ভাগ করাও যায় না। অমুসলিমরা প্রশ্ন করতে পারে "আল্লাহ" ব্যবহার কেমন? উত্তর হচ্ছে আল্লাহ ৯৯ টি নাম।  আল্লাহর ৯৯ টি নাম (অর্থসহ): ১. আল্লাহ্ (الله) - আল্লাহ্‌ (The Greatest Name/Allah ) ২. আর রহিম (الرحمن) - পরম দয়ালু (The Exceedingly Merciful) ৩. আর রহমান (الرحيم) - পরম দয়াময় (The Exceedingly Compassionate, The Exceedingly Beneficent, The Exceedingly Gracious) ৪. আল জাব্বার (الملك) - পরাক্রমশালী (The Irresistible, The Compeller) ৫. আল ʿআজিজ (العزيز) - সর্বশক্তিমান, বলশালী (The Almighty, The Invulnerable, The Honorable, The Victorious) ৬. আল মুহায়মিন (المهيمن) - রক্ষণ ব্যবস্থাকারী (The Guardian) ৭. আল মুʿমিন (العزيز) - নিরাপত্তা বিধায়ক (The Guarantor, The Affirming, The Inspirer of Faith) ৮. আস সালাম (السلام) - শান্তি বিধায়ক (The Peace, The Source of Peac...

নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া

Image
আল্লাহ আমার প্রভু।। মুসলিম আমার পরিচয়।।  আলাহ ছাড়া কোন সৃস্টি কর্তা নেই।। আমরা শেষ নবির উম্মত ।কুরাআন আমাদের পথপ্রদর্শক।।  সকল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আল আমিন।। আর তারি উপাসনা করি এবং তার কাছেই ক্ষমা পার্থনা করি।। হে আমার আল্লাহ আমাদের কে আপনার রহমানের রাহিম নামের উছিলায় সকল কে ক্ষমা করে দিন। নিস্চই আমরা প্রথভ্রস্ট পাপি আর আপনার করুনা ছাড়া আমাদের কোন উপায় নাই।।

আল্লাহ/Allah

Image
বন্ধুরা আজ আমরা "আল্লাহ" সম্পর্কে জানবো।অমুসলিমরা ইশ্বর/God বলে ডাকে থাকে। قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ বলুন , ‘তিনি আল্লাহ্, এক-অদ্বিতীয় । Say, "He Is Allah (Who is) One. اللَّهُ الصَّمَدُ ‘আল্লাহ্, কারো মুখাপেক্ষী নন। Allah, the Enternal Refuge. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ তিনি কাউকেও জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি, He neither be gets nor is born. وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ  এবং তাঁর সমতুল্য কেউই নেই। Nor is there to Him any equivalent এই চারটা আয়াত ও একটি সূরাই আল্লাহ সম্পর্কে পবিত্র  কুরআনে বলা হয়ছে।অমুসলিম বন্ধুরা তোমাদের ধর্মীয় জ্ঞান অনুযায়ী কোনো ভুল পেলে কমেন্ট করো। দ্রি: মক্ষা করবেন অনুবাদ ভুল হলে।